Loading Events

« All Events

  • This event has passed.

ঢাবি শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে উপাচার্যের কাছে ছাত্রদলের স্মারকলিপি প্রদান

এপ্রিল 27 @ 8:00 পূর্বাহ্ন - 5:00 অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীদের সার্বিক সুবিধা ও কল্যাণার্থে ৫টি বিষয়ে পদক্ষেপ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়:

১। আবাসিক হলের ক্যান্টিনসমূহে পরিবেশিত খাদ্যের মানোন্নয়ন;

২। হল পাড়া ও কলা ভবনের পিছনের রাস্তার উপযুক্ত মেরামত,

৩। ক্যাম্পাসের প্রতিটি ডিপার্টমেন্টে ফিল্টার পানি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে পানির ফিল্টার স্থাপন,

৪। বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ধারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি ওয়াইফাই চালুকরণ, এবং

৫। প্রতিটি বিভাগের সেমিনার লাইব্রেরিতে ফটোকপি, প্রিন্টিং ও স্ক্যানিং এর সুবিধা নিশ্চিতকরণ।

আজ দুপুর ২:০০টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের নিকট স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি মোঃ আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।

নেতৃবৃন্দের সাথে আলোচনার পর উত্থাপনকৃত ৫টি দাবির মধ্যে প্রথম দাবি নিয়ে মাননীয় উপাচার্য মহোদয় সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার এবং দ্বিতীয় দাবিটির বাস্তবায়ন আগামী এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান হওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি তৃতীয় দাবিটিও খুব দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এবং পঞ্চম দাবিটি পরবর্তী ডীনস কমিটিতে আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন।

Details

Date:
এপ্রিল 27
Time:
8:00 পূর্বাহ্ন - 5:00 অপরাহ্ন
Event Category:
Website:
https://jcddu.org/

Organizer

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়

Venue

Vice Chancellor Office
Registrar's Building, Katabon Rd, Dhaka 1205, Bangladesh
Dhaka, 1000 Bangladesh
+ Google Map
View Venue Website
Scroll to Top