Loading Events

« All Events

  • This event has passed.

অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকায় জোরালো বিক্ষোভ মিছিল

জানুয়ারি 5 @ 8:00 অপরাহ্ন - 10:00 অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে গত ০৫ জানুয়ারি, ২০২৫ রাত ৮:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। মিছিলটি ক্যাম্পাসের টিএসসি সংলগ্ন ডাস (DUS) চত্ত্বর থেকে শুরু হয়ে ভিসি চত্ত্বর হয়ে রাজু ভাস্কর্যের সামনে যেয়ে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।
বক্তারা বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের শিক্ষার্থীদের আস্থাভাজন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। একারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম—খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী।
তবু ২০২৪ সালের গণ—অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের নামে সম্প্রতি ডাকসু নির্বাচন, সিনেট ভবনে উপাচার্য ও প্রক্টরের সাথে শিক্ষার্থীদের আলাপ ও কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের নেতা ফারুক হাসানের উপরে হামলা সহ বিভিন্ন ইস্যুতে কিছু কিছু সংবাদমাধ্যম যাচাই বাছাই ব্যতিরেকেই সংবাদ পরিবেশন করছে, এবং সেগুলোকে ভিত্তি করে অব্যাহতভাবে ভিত্তিহীন, অসত্য ও মনগড়া গুজব ও অপপ্রচারের ষড়যন্ত্রে মেতে উঠেছে কুচক্রী একটি মহল। বক্তারা এসব অপপ্রচার ও গুজব রটনাকারীদের দ্রুত বিচার দাবি করেন এবং দৃঢ়কণ্ঠে প্রতিজ্ঞা করেন যে, এইসব গুজব ও অপপ্রচারের কূটজাল ছড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জনপ্রিয়তা নষ্ট করা যাবে না, বরং এসব নেতিবাচক প্রচারণাকে মোকাবেলা করে ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শ ছড়িয়ে দিতে আরও সচেষ্ট হবে। তারা আরও বলেন, ২০২৪ এর গণ-অভ্যুত্থানের একক ইজারা কেউ দাবি করলে সেটা মেনে নেয়া হবে না। ১৯৭১-এর পরাজিত শক্তি ও ২০২৪-এর পরাজিত শক্তির মিলিত মব কালচারকে প্রতিহত করে বাংলাদেশের জনগণের ভোটাধিকার আদায়ের সংগ্রাম চলবেই।

Details

Date:
জানুয়ারি 5
Time:
8:00 অপরাহ্ন - 10:00 অপরাহ্ন
Event Category:
Website:
https://jcddu.org/

Organizer

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়

Venue

রাজু ভাস্কর্য
ঢাকা বিশ্ববিদ্যালয়
Dhaka, 1000 Bangladesh
+ Google Map
View Venue Website
Scroll to Top