
- This event has passed.
ছাত্রী হল আবাসন সংকট ও সংস্কার দাবিতে স্মারকলিপি প্রদান এবং উপাচার্যের আশ্বাস
জানুয়ারি 12

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের আবাসন সংকট দূরীকরণ এবং ছাত্রদের হলের সংস্কার সহ বেশ কিছু দাবীতে ভিসি বরাবর গত ১২ জানুয়ারি, ২০২৫ ইং রোজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উত্থাপিত দাবিসমূহের প্রেক্ষিতে মাননীয় উপাচার্য মহোদয় নেতৃবৃন্দকে আশ্বাস প্রদান করেন যে অতি দ্রুত ছাত্রদের হলগুলো সংস্কারের পাশাপাশি ছাত্রীদের জন্য তিনটি নতুন হল নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যেই প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। সেইসাথে ছাত্রীদের সাময়িক আবাসন সুবিধা নিশ্চিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের আর্থিকভাবে অসচ্ছল সকল শিক্ষার্থীদের জন্যও বৃত্তির ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেছেন।