
- This event has passed.
ডাকসু গঠনতন্ত্রে ৩৭৭ দফা সংস্কার প্রস্তাব জমা দিল ছাত্রদল
জানুয়ারি 15

১৫ জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের গঠনতন্ত্রের ৪০ টি মূল সংশোধনী এবং ড্রাফটিং ও ফরম্যাটিং-সংক্রান্ত খুঁটিনাটি পরিবর্তন-পরিবর্ধনসহ মোট ৩৭৭ টি সংশোধনী সম্বলিত সংস্কার-প্রস্তাবনা আজ বিকাল ৩:০০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয় বরাবর প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
অতঃপর বিকাল ৪:০০টায় টিএসসি প্রাঙ্গণে জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংস্কার-প্রস্তাবনার মূল বিষয়াবলী সাংবাদিকদের সামনে তুলে ধরেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ ও সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।