Loading Events

« All Events

  • This event has passed.

ডাকসু নির্বাচন সংস্কার দাবিতে স্মারকলিপি

জানুয়ারি 15

১৫ জানুয়ারি, বিদ্যমান প্রতিবন্ধকতা ও সংকট দূর করে সুষ্ঠু, নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন অনুষ্ঠানের নিমিত্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিম্নোক্ত ৫টি সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানিয়ে উপাচার্য মহোদয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়- এর নেতৃবৃন্দ।
১। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ সংশোধন করে নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরাম, যেমন—সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল এবং সিনেটে নির্বাচিত ছাত্র-প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করা;
২। ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে ৬০ (ষাট) দিন আগে নিরপেক্ষ সদস্যদের নিয়ে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে একটি “অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট” তৈরি করা;
৩। ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ঘটে যাওয়া ঘটনার আলোকে, প্রতিটি ভোটারের সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করার জন্য আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা;
৪। ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে ৩০ (ত্রিশ) দিন আগে ভোটার তালিকা প্রকাশ এবং চূড়ান্ত করা এবং এ বিষয়ে একটি স্বচ্ছ আপিল প্রক্রিয়া রাখা;
৫। ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির ইশতেহার, যোগাযোগ এবং নির্বাচনের সংবাদ প্রকাশের জন্য একটি নিবেদিতপ্রাণ ডাকসু ওয়েবসাইট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করা, যাতে করে এ বিষয়ে গুজব কিংবা অপপ্রচার রোধ করা সহজ হয়।
উক্ত স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।

Organizer

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়

Venue

রেজিস্ট্রার দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়
রেজিস্ট্রার দপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়
Dhaka, 1000 Bangladesh
+ Google Map
View Venue Website
Scroll to Top