
- This event has passed.
ঢাবিতে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় ছাত্রদলের তথ্য কেন্দ্র ও মেডিক্যাল ক্যাম্প
ফেব্রুয়ারি 15

২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের স্বাগত জানিয়ে জরুরি সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়।
গত ১৫ ফেব্রুয়ারি দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের পক্ষ থেকে মোট ১৪টি তথ্য সহায়তা কেন্দ্র ও ১টি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়। এসব কেন্দ্রের মাধ্যমে জরুরি চিকিৎসা, তথ্য ও যাতায়াত সহায়তার পাশাপাশি বিশুদ্ধ পানি, স্যালাইন, জরুরি ঔষধ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।