
- This event has passed.
মানবাধিকার দিবসে শহীদ পরিবারকে ছাত্রদলের শ্রদ্ধা – ১০ ডিসেম্বর ২০২৪
ডিসেম্বর 10, 2024

গতকাল ১০ ডিসেম্বর ২০২৪, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় মানবাধিকার সেলের উদ্যোগে ❝ভবিষ্যত বাংলাদেশের মানবাধিকার ভাবনা ও ছাত্রসমাজের ভূমিকা❞ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্রদলের দুই বীর পারভেজের মা ও বাবা, এবং শহীদ রাব্বির বাবা তাদের বিয়োগান্ত হৃদয়ের ব্যথাতুর বক্তব্য রাখেন।
তাঁদের বক্তব্যে উঠে আসে—একমাত্র ছেলে কিংবা ভাইকে হারিয়ে শহীদ পরিবারগুলো যে অপূরণীয় শূন্যতা ও অবর্ণনীয় শোকের মধ্য দিয়ে সময় পার করছেন, তা ভাষায় প্রকাশযোগ্য নয়।
হয়তো ছাত্রদলের শহীদদের রক্ত ও তাঁদের পিতা-মাতার অশ্রু সবার কাছে সমান মর্যাদায় আলোচনা, স্লোগান কিংবা কবিতায় স্থান পাবে না, কিন্তু স্বৈরাচার ও আধিপত্যবাদী শক্তিমুক্ত বাংলাদেশের উড়ন্ত পতাকা তাদের রক্ত ও অশ্রুর চিরসাক্ষী হয়ে বাংলার আকাশে উড়বেই।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবার এই অভ্যুত্থানে প্রতিটি শহীদ পরিবারের সংকটে, বিরহে, উৎসবে সন্তান কিংবা ভাই হয়ে পাশে থাকার দৃঢ় শপথে বলীয়ান।