
- This event has passed.
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কাজী আসাদুজ্জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
এপ্রিল 5 @ 8:00 পূর্বাহ্ন - 5:00 অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কাজী আসাদুজ্জামানের আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী (০৩ এপ্রিল ২০২৫) । ছাত্রদল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসের এই কিংবদন্তীর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কাজী আসাদুজ্জামানের আজ ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। ছাত্রদল এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশের ছাত্ররাজনীতির ইতিহাসের এই কিংবদন্তীর মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে।ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক বিবৃতিতে কাজী আসাদুজ্জামানের অবদান স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তারা বলেন, কাজী আসাদুজ্জামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের কাছে সাংগঠনিক দক্ষতা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি আনুগত্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন। বাংলাদেশের ছাত্ররাজনীতির কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ব হিসেবে এদেশের ছাত্র-জনতার হৃদয়ে সর্বদা দেশপ্রেম ও সংগ্রামী চেতনার প্রেরণার বাতিঘর হয়ে থাকবেন জাতীয়তাবাদী ছাত্রদলের গর্বিত ইতিহাসের অহংকার কাজী আসাদুজ্জামান।