
- This event has passed.
একাত্তরের মেধা নিধন ও পুনর্গঠনের আলোচনা – ১৪ ডিসেম্বর ২০২৪
ডিসেম্বর 14, 2024

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে ১৪ ডিসেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত ❝একাত্তরের মেধা নিধন : ইতিহাসের ক্ষত ও বুদ্ধিবৃত্তিক পুনর্গঠন❞ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল কাউসার, এবং ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আমানউল্লাহ আমান।
এছাড়া বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শামিম আকতার শুভ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নূর আলম ভূঁইয়া ইমন।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ আয়োজিত চিত্র প্রদর্শনীটি পরিদর্শন করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক।