প্রেস বিজ্ঞপ্তি
ভর্তি পরীক্ষা সহায়তা কার্যক্রম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২৪—২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি মানবিক ও সহায়তামূলক উদ্যোগ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ১৪টি ওয়ান স্টপ সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ সমস্ত সহায়তা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা নিম্নলিখিত সেবাসমূহ পাবেন:
১. পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় তথ্য সেবা।
২. ভর্তি পরীক্ষার তাৎক্ষণিক প্রয়োজনীয় উপকরণ (কলম, ফাইল ইত্যাদি) বিতরণ।
৩. .সুপেয় পানির ব্যবস্থা।
৪. অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা।
৫. জরুরি ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য যাতায়াত সহযোগিতা।
৬. প্রাথমিক চিকিৎসা সেবা।
৭. সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সহায়তাসমূহ।
সহায়তা কেন্দ্রগুলো নিম্নোক্ত স্থানে পাওয়া যাবে:
স্যার এ এফ রহমান হল সংলগ্ন
শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আই ই আর) ও মলচত্তর সংলগ্ন
ব্যবসায় শিক্ষা অনুষদ (এফ বি এস) সংলগ্ন
কলাভবনের মেইন গেট সংলগ্ন
কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন
হাকিম চত্বর
মোতাহার হোসেন ভবন সংলগ্ন
মোকাররম ভবন সংলগ্ন
উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন
কার্জন হল সংলগ্ন
টি এস সি সংলগ্ন
চারুকলা সংলগ্ন
সমাজকল্যাণ ইন্সটিটিউট সংলগ্ন
লেদার ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট সংলগ্ন
যোগাযোগের জন্য ফোন নম্বর:
০১৭৩৫৮৪০০৯৭ ০১৭৮৮৫৩৭১১৩
০১৭০৭০৭৬৯৩৩ ০১৬০০০১১৪৭৪
০১৯৭৫৪৭৬৪১১ ০১৭৭৪৩১৩৫৩৫
০১৫২১৪০৭৭৮৬ ০১৮৭২৭৭৫৮০৮
০১৭৯৭৫৬৫৪৬২ ০১৯৮৯১৯২৮১২
এ উদ্যোগ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ স¤পাদক নাহিদুজ্জামান শিপন উক্ত সিদ্ধান্ত অনুমোদন করার পাশাপাশি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার মাধ্যমে তাদের উন্নত শিক্ষাজীবনের অগ্রযাত্রায় সহায়তা করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে।
বার্তা প্রেরক
মল্লিক ওয়াসি উদ্দিন তামী
দপ্তর সম্পাদক (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা),
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়
